চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে ৮৬ কেজি গাঁজাসহ দুইজন’কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গতকাল রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে জানায় জেলার সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর মিরের চরা এলাকায় তাদের গ্রেফতার করা হয়। আটককৃত আসামি হচ্ছে সুন্দরপুর ইউনিয়নের পারকারিনগর মিরেরচরা গ্রামের লালন (৪২), সাহানাজ ওরফে টিয়া (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় (ডিএনসি)’র ক- সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে ২৭ নভেম্বর সকাল ৮ টার দিকে সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর মিরের চরা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামী সাহানাজ ওরফে টিয়া (৩৫) বাড়ির ভিতরে তল্লাশী করে তিনটি প্লাষ্টিক বস্তায় ৪৩ টি প্যাটিতে দুই কেজি করে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পরস্পর-পরস্পরের যোগসাজসে যৌথভাবে গাঁজার ব্যবসার কথা স্বীকার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply