চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে আরিফুল ইসলাম কে জীবিত ফেরত পেতে মানববন্ধন করেছেন তার পরিবার।
আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে এ দাবি জানান।
মানববন্ধনে পরিবার ও স্থানীয়দের বক্তব্যে বলেন গত ২০১৭ সালের পহেল জুলাই দুপুর ৩ টার সময় “আশার আলো” কোচিং সেন্টার চলাকালীন সময়ে
আরিফুর রহমান কে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাত নাম্বার থেকে মামলা না করার জন্য হুমকি প্রদান করে। এরপর পরিবারের লোকজন অনেক খুজাখুজির করে। হুমকি উপেক্ষা করে থানায় জিডি করতে গেলে অদৃশ্য শক্তির প্রভাবে জিডি নেয়া হয়নি। এবং তৎকালীন (ওসি) থানায় না আসার জন্য হুমকি প্রদান করে।
পরিবারের সূত্র বলছে, আরিফুল ইসলাম ও তার বাবা বিএনপি মতাদর্শি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের স্থানীয় দোসরদের সহায়তায় জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি।
মানববন্ধনে বলেন অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে পরিবারের আবেদন গুম হওয়া আরিফুল ইসলাম কে দ্রুত সময়ের মধ্যে জীবিত অবস্থায় ফেরৎ চান পরিবার। এবং গুমের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি জানান।
এসময় বক্তব্যে দেন আরিফুলের মা শরিফুন বেগম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, দেবীনগর ইউপির সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আরিফুলের মেয়ে মাহমুদা, ছোট ভাই সোহেল রানা সহ অন্যরা।
Leave a Reply