চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরে যুবক ছেলেদের মাঝে মাদক বিক্রি ও সেবন নির্মূলে জনপ্রতিনিধিরা ব্যর্থ হলেও, র্যাবের শরণাপন্নে আটক-৩।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী সিপিসি-১ র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে মাদক বিক্রয় ও সেবনের অপরাধে ৩ মাদক কারবারি গ্রেফতার করা হয়।
আটককৃত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরাম তাঁতীপাড়া গ্রামের শ্রী কৃষ্ণ চন্দ্র সিংহ (৩৪) ও শ্রী উৎপল চন্দ্র ভাস্কর (২৮), চুনাখালী খলিফা পাড়া গ্রামের রাজীব ইসলাম (২৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরে নিয়মিতই মাদকের পসরা বসতো। বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে যুবক ছেলেদের মাঝে মাদক বিক্রি করতো। এটি নির্মূলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে, তারা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। এরপর ঘটনার সত্যতা পেলে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা দল অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের সময় ২০ গ্রাম গাঁজা মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply