চাঁপাইনবাবগঞ্জে হরিপুরে সাড়ে ১২কেজি ওজনের কষ্টি পাথরে বিষ্ণু মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব।
বুধবার (২৭শে মার্চ) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর (পাজরাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে।
র্যাব সমাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হরিপুর (পাজরাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি ৮৭৫ গ্রাম ওজনের মহামূল্যবান কষ্টি পাথরের তৈরী বিষ্ণু মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় মূর্তিটি সাধারণ ডায়েরীর মাধ্যমে চাঁপাই নবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Leave a Reply