চাঁপাইনবাবগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অবস্থিত বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মহিবুর রহমান কামাল। l
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এল জি ই ডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইসমাইল হোসেন, বিশিষ্ট আইনজীবী এফ কে এম লুৎফর রহমান ফিরোজ, এল জি ই ডি সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সাংবাদিক মিজানুর রহমান কুটু। এছাড়াও উপস্থিত ছিলেন, বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাইনুল ইসলাম, সদস্য দেলোয়ার হোসেন, ওবায়দুল হক, শামসুল হুদা সনি প্রমুখ। এতে সঞ্চালনায়ের দায়িত্ব পালন করেন বেলেপুকুর কিডস্ ভ্যালী স্কুলের শিক্ষিকা সুফিয়া।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১১টিরও বেশি খেলাধুলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যেমন খুশি তেমন সাজো, কবিতা আবৃত্তি সহ ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করে শিক্ষার্থীরা।
Leave a Reply