যথাযোগ্য মর্যাদায় র্যালি ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করছেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র জেলা কার্যালয়।
শনিবার (১৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র নির্বাহী প্রকৌশলী কথাসাহিত্যিক জিল্লুর রহমানের নেতৃত্বে (ইইডি)’র কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলাধীন শহীদ মুক্তিযুদ্ধাদের নামের তালিকা সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ। পরে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ কোণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি’র) নির্বাহী প্রকৌশলীর সহকারী প্রকৌশলী-২ আসাদুজ্জামান ও সহকারী প্রকৌশলী-৩ রাশেদুজ্জামান রনি, সদর উপ-সহকারী প্রকৌশলী আল মামুন, শিবগঞ্জ উপ – সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহ অত্র (ইইডি)’র কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply