চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনে গোমস্তাপুর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ২২ থেকে ২৪ ডিসেম্বর ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম। এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, (পিপিএম-সেবা), জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম, গোমস্তাপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম সহ নির্বাচন সংশ্লিষ্ট জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply