চাঁপাইনবাবগঞ্জে বছরের প্রথম দিনে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে।
সোমবার (পহেলা জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন সদর উপজেলার নির্বাহী অফিসার তাছমিনা খাতুন।
উক্ত বই উৎসবে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-আর-রশিদ, গভর্নিং বডির সদস্য আব্দুল হান্নান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক তসিকুল ইসলাম, উম্মে আতিয়া, নুর আলম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অতিথির দেয়া বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই পাচ্ছ। তোমরা আসলেই সৌভাগ্যবান, তোমরা নতুন বই পাচ্ছ। তারা আর-ও বলেছেন শিক্ষা জাতির মেরুদন্ড। পড়াশোনার বিকল্প কিছুই নেই বলে এসব কথা বলেন।
Leave a Reply