চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বারঘরিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারু অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নজর হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক অফিসের এমআরএসি কোডিনেটর রেজাউল করিম, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক সোহেল রানা, প্রোগ্রাম অর্গানাইজার জিন্নাত আলী, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রত্যাশা প্রকল্প-২ ইউনিয়ন কর্মশালায় ব্যানার ফেস্টুনে স্লোগান ছিল “থাকবো ভালো রাখবো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ।
জানা গেছে, নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত পুনরেকত্রীকরণে দেশ ও দশের উন্নয়নে আলোচনা করা হয়। এছাড়াও প্রকল্পের বাস্তবায়নের লক্ষে উপস্থিত ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করে অতিথিরা।
Leave a Reply