প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে আমরা একটি সুন্দর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে তথ্য-প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। তাই সময়কে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পৌঁছতে পারবো বলে জানান চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং।
শনিবার (পহেলা জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বেলেপুকুর কিড্সভ্যালী স্কুলের আয়োজনে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিড্সভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মহিবুর রহমান কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিড্সভ্যালী স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। এছাড়াও বক্তব্য দেন কিড্সভ্যালী স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, অত্র স্কুলের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, উপদেষ্টা শামসুল হক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে (সার্বিক) উপস্থাপনা করেন কিড্সভ্যালী স্কুলের শিক্ষিকা সুফিয়া খাতুন। সহযোগিতা করে অত্র স্কুলের শিক্ষিকা নাজনীন বেগম, আবেদা সুলতানা সহ অন্যান্যরা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply