“ক্রীড়াই শক্তি,ক্রিড়াই বল, মাদককে না বলুন” এ প্রতিপাদ্যে কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ নভেম্বর) রাতে দাইপুখুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে মির্জাপুর বিএনপি অফিসের সামনে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন দাইপুখুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও খেলা পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রানা পাইলট।
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার সদস্য সচিব ডা. নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক, সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি ও স্বেচ্ছাসেবক নেতা আমিনুল ইসলাম।
পরে স্থানীয় ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply