‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
আজ (০৯ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন জাতীয় পতাকা উত্তলন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। এরপর মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এতে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পুলিশ সুপার রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ফখরুল আবেদীন হিমেল, বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply