বুধবার (১৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থা ও জনশক্তি অফিসের আয়োজনে দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, নিরাপদ অভিবাসের জন্য দক্ষতা বাড়িয়ে ও প্রশিক্ষণ নিয়েই বিদেশে যেতে হবে। বিদেশে সকল সুযোগ-সুবিধা সর্ম্পকেও জানতে হবে। তবেই প্রবাসীরা সঠিক মূল্যায়ন বিদেশেও পাবে।
অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে একজন বিদেশ ফেরত অভিবাসীকে পুনরেকত্রীকরণের জন্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
সভায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) সমন্বয়ক আশিকুজ্জামান বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস একটি বিশেষ দিন, যা অভিবাসীদের অধিকার, তাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে একটি মূল্যবান সুযোগ বলে জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) অধ্যক্ষ মঈন উদ্দিন, জেলা প্রবাসী কল্যান ব্যাংকের প্রতিনিধি কার্তিক কুমার প্রাং, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থা ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
Leave a Reply