সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্তে দুই কেজি তিন’শ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জামাদিসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামে ৫৩ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে আটক করে। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
বিজিবি জানায়, এ ঘটনার সাথে বেলপাড়া গ্রামের বাবলু হকের ছেলে মামুন (২০) এবং নয়ন (৩৫) জড়িত বলে জানা যায়। ঘটনাস্থল হতে মামুনকে আটক করা সম্ভব হলেও নয়ন পলাতক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি কর্তৃক উদ্ধারকৃত গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জামাদিসহ আটককৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply