চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রধান সড়কে চাঁদা আদায়ের অপরাধে দুইজন চাঁদাবাজ কে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র্যাব সামজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো মেইলে বলেছেন আটককৃতরা হচ্ছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে চাঁপাই নবাবগঞ্জ জেলার শহরের পুরাতন বাজার সংলগ্ন কাঁচা সবজি বিক্রেতা, জনসাধারনের চলাচলের প্রধান সড়কে পণ্যবাহী অটো রিক্সার যাত্রীর কাছ থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করে আসছিলেন। এমন সংবাদে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে চাঁদাবাজের সময় হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ফাউজুল আজিম আলফা (৪০), রবিউল আওয়াল (৩০) কে আটক করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply