রাজশাহী র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানতে পারে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় পণ্যবাহি ট্রাক, সবজির পিকআপ, পন্যবাহি অটোরিকশার গতিরোধ করে চাঁদাবাজি করছে। এতে স্থানীয় প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিলেন বলে এমটি জানায় র্যাব।
সামজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় বুধবার (৭ ফেব্রুয়ারি) আমনুরা এলাকায় যানবাহন চলাচলের পাঁকা রাস্তায় অভিযান চালিয়ে পণ্যবাহি ট্রাক ও সবজির পিকআপ এবং পন্যবাহি অটোরিকশার গতিরোধ করে চাঁদা আদায় করার অপরাধে হাতেনাতে গ্রেফতার হলেন আমনুরা ঝিলিম বাজার এলাকার রফিকুল ইসলাম (৫৫), নবাব আলী (৪০), শ্রী সুপদ বর্মন (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
চাঁদাবাজি গ্রেপ্তারের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply