চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কার্তিকপুরে চোলাই মদ প্রস্ততকালে ১ হাজার ২৩০ লিটার মদ সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
আটককৃত আসামি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার আমারোক গ্রামের সুবল রায় (৩৯) ও মতিউর রহমান (৪০), মায়েরা কার্তিকপুর গ্রামের দয়াল মাড্ডি ওরফে মারান্ডি (৩৭), কার্তিকপুর বাসুগ্রাম গ্রামের রুপচান রায় (৫৩) কে আটক করা হয়।
র্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply