চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ওমান প্রবাসী ঢাকা থেকে চাঁপাই ট্রাভেলসের বাসে ওঠে। অজ্ঞান পার্টির সদস্যরাও একই বাসে ওঠে, তাদের দেয়া জুস খেয়ে অসুস্থ হলে বাসের সুপারভাইজার সহয়তায় অজ্ঞান পার্টির দুই সদস্য র্যাবের হাতে আটক-২।
বুধবার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়ে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির দুই সদস্য’কে আটক করে র্যাব।
আটককৃতরা হচ্ছে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কাচনা গ্রামের মূলহোতা রিপন শেখ (৫৩), গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের শেখ আশিক (৩৫) আটক করলে-ও অপরজন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চরকান্দি গ্রামের বোরহান শেখ (৪২) কৌশলে পালিয়ে যায়।
র্যাব সমাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃতরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। ওমান প্রবাসী কাইয়ুম (৩৫) দেশে ফিরে ঢাকা থেকে চাঁপাই ট্রাভেলসের বাসে ওঠে।
কাউন্টারে ব্যাগপত্র দেখে অজ্ঞান পার্টির সদস্যরা বুঝতে পারে সে বিদেশ ফেরত যাত্রী। কৌশলে তার পাশের সিটে টিকিট কাটে অজ্ঞান পার্টির সদস্যরা।
যাত্রাপথে ওমান প্রবাসীর সাথে বিভিন্ন কথাবার্তা বলেন। সিরাজগঞ্জে যাত্রা বিরতির পর বিশেষ ওষুধ মেশানো জুস খাওয়ায় প্রবাসীকে। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলে বাসের সুপারভাইজার কে ডাকেন। সুপারভাইজার তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে যাত্রাপথে কারো দেওয়া কোন কিছু খেয়ছে কিনা তা জিজ্ঞাসা করে। তার পাশের সিটে বসা যাত্রীর জুস খাওয়ানোর কথা জানায়।
ইতিমধ্যে বাস চাঁপাই নবাবগঞ্জ বিশ্বরোডে এসে পৌঁছায়। অন্যান্য যাত্রীদের সহায়তায় পাশে থাকা ব্যক্তি আসামি রিপন শেখ (৫৩) কে জিজ্ঞাসা করা হলে এলোমেলো উত্তর দিতে থাকেন। বাসের সুপারভাইজার সিপিসি-১ র্যাব-৫ এ খবর দিলে র্যাব দ্রত ঘটনাস্থলে পৌঁছায়। এবং অসুস্থ অজ্ঞান প্রবাসীকে সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ আশিক (৩৫) কে বাসের ভিতর থেকে গ্রেফতার করে। পরবর্তীতে দুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের সাথে জড়িত অপর পলাতক আসামি বোরহান শেখ (৪২) নাম বের হয়ে আসে। পলাতক আসামিকে আটক এবং চক্রের সাথে সম্পৃক্ত অন্যান্য সদস্যদের তথ্য উদঘাটনের জন্য অভিযান চলমান রয়েছে।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply