গোদাগাড়ী চাঁন্দলাই খড়িবোনা এলাকায় মদ প্রস্ততকালে ১ হাজার ২শ লিটার চোলাই মদ উদ্ধার আটক-৩।
শনিবার (৪ মে) বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী চাঁন্দলাই খড়িবোনা এলাকায় চোলাই মদ তৈরী সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই খড়িবোনা গ্রামের শ্রী বনমালী বর্মন (৬৫), শ্রী জগাই মন্ডল (৩০), শ্রী গনেশ মন্ডা (৬০) কে গ্রেফতার করা হয়।
র্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে মদ প্রস্তুতকালে ১২০৫ লিটার চোলাই মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।
Leave a Reply