গতকাল বিকেলে সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাঁদপুর গ্রামে হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত আসামি হচ্ছে চরবাগডাঙ্গা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মনজুর আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মার নদীর পাশে চাদপুর গ্রামে নিজের বাড়িতে মাদক হিরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে তার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির বাহির আঙিনায় সবজি ক্ষেতের ভেতরে বেগুন ও মরিচের গাছের নিচে প্লাস্টিকের কৌটায় পুতে রাখা অবস্থায় ১ কেজি ৭৬০ গ্রাম মাদক হেরোইন উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানা নিয়মিত মামলার অজু করা হয়েছে বলে জানান র্যাব।
Leave a Reply