গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আটক করা হয়। আসামি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার রেলকলোনী মহল্লার কবির তালুকদারের ছেলে শামিম তালুকদার।
রবিবার সকালে রাজশাহী র্যাব-৫ এর অধীনস্থ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত আসামী তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বাড়ী জয়পুরহাট জেলায় হলেও মাদক সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিয়মিত আসতেন। এবং দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতো।
র্যাব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি গোমস্তাপুরের রহনপুর এলাকায় দিয়ে মাদকের একটি বড় চালান সরবরাহ করা হবে। র্যাব উক্ত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করার সময় একটি সিএনজির গতিবিধি সন্দেহ হলে তল্লাশী চালিয়ে আসামীর হেফাজত হতে ৫৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।
Leave a Reply