গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে
আসার পথে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী।
গতকাল রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকায় মহাসড়কে অভিযান পরিচালনা করে ১টি পিক-আপসহ দুই মাদক কারবারি গ্রেফতার করে।
তারা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ শেখটোলা গ্রামের দেলবার আকন্দ ছেলে নাসির (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আকসিন কোল্লাবাড়ি গ্রামের জাকির মিয়ার ছেলে সজিব মিয়া (২২)।
বৃহস্পতিবার সকালে রাজশাহী র্যাব-৫ সিপিসি-১
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় তারা গাড়ী চালক হলেও। গাড়ী চালানোর আড়ালে মাদকের ব্যবসা করতেন। তারা নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করে আসছিলেন। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন তথ্যে র্যাব পৌরসভার ৪নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ৬৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বহনের কাজে নিয়জিত ১টি পিকআপ সহ আসামীদের গ্রেফতার করে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।
Leave a Reply